সোমবার, ৫ মে, ২০১৪

লেকচার-১ (পাটিগণিতঃ শতকরা)

অনলাইন কোর্স সমন্বয়কারী
মোঃ মামুন চৌধুরী  


সূত্রঃ-
মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর ক্ষেত্রে
ব্যবহার হ্রাসের হার = (১০০ X মূল্য বৃদ্ধির হার) / (১০০ + মূল্য বৃদ্ধির হার)

উদাহারণঃ
) যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরব বৃদ্ধি পাবে না
সূত্রানুসারে শর্টকাট টেকনিকঃ
ব্যবহার হ্রাসের হার = (১০০X ২৫) / (১০০ +২৫)
                          = ২০%
) চিনির মূল্য ২০% বৃদ্ধি পয়ায়াতে কোন এক পরিবারের চিনি খাওয়া কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
শর্টকাট টেকনিকঃ
ব্যবহার হ্রাসের হার = (১০০X ২০) / (১০০+২০)
                           = ১৬.৬৭%


সূত্রঃ-
মূল্য হ্রাস পাওয়া ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে
ব্যবহার বৃদ্ধির হার = (১০০ X মূল্য হ্রাসের হার) / (১০০ - মূল্য বৃদ্ধির হার)

উদাহারণঃ
) কাপড়ের মূল্য ২০% কমে গেলকোন ব্যক্তির খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে?
 সূত্রানুসারে শর্টকাট টেকনিকঃ
ব্যবহার বৃদ্ধির হার = (১০০X ২০) / (১০০ -২৫)
                          = ২৫%
) চালের মূল্য ২৫% কমে গেল একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণে বৃদ্ধি পাবে?
শর্টকাট টেকনিকঃ
ব্যবহার বৃদ্ধির হার = (১০০X ২৫) / (১০০-২৫)
                           = ৩৩.৩৩%

সূত্রঃ
দুটি সংখ্যার শতকরা হারের তুলনার ক্ষেত্রে
শতকরা কম / বেশি = (১০০ X শতকরা কম বা বেশি) / (১০০ + শতকরা কম বা বেশি)

উদাহারণঃ
) এর বেতন এর বেতন অপেক্ষা ৩৫ টাকা বেশি হলে এর বেতন অপেক্ষা কত টাকা কম?
শতকরা কম বা বেশি = (১০০ X ৩৫) / (১০০ + ৩৫)
                            = ২৫.৯৩%
) রুমির আয় দীপুর আয় অপেক্ষা ২৫% বেশি দীপুর আয় রুমি অপেক্ষা শতকরা কত কম?
শতকরা কম বা বেশি = (১০০X ২৫) / (১০০ + ২৫)
                            = ২০%

সূত্রঃ
দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া
দ্রব্যের বর্তমান মূল্য = (বৃদ্ধির প্রাপ্ত মূল্যে হার X মোট মূল্য) / (১০০ + যে পরিমাণ পণ্য কম হয়েছে)

উদাহারাণঃ
) চিনির মূল্য % বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে কেজি চিনি কম কেনা যায়! চিনির বর্তমান দর কেজি প্রতি কত?
দ্রব্যের বর্তমান মূল্য = ( X ১০৬০) / (১০০ X )
                    = ২১.২০ টাকা


সূত্রঃ
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়া
দ্রব্যের বর্তমান মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোট মূল্য) / (১০০ + যে পরিমাণ পণ্য বেশি হয়েছে)

উদাহারাণঃ
) চালের মূল্য ১২% কমে যাওয়ায় ,০০০ টাকায় পূর্বাপেক্ষা কুইন্টাল চাল বেশি পাওয়া যায় কুইন্টাল চালের দাম কত?
দ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০) / (১০০ X )
                    = ৭২০ টাকা

সূত্রঃ
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে
হ্রাসের হার = (বৃদ্ধির হার X হ্রাসের হার) / ১০০
উদাহারাণঃ
) চিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০% বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে?
হ্রাসের হার = (২০ X ২০) / ১০০
                    = %

সূত্রঃ
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলে মূল্যের স্তকরা হ্রাস বের করতে হলে
শতকরা মূল্য হ্রাস = (অনুপাতের বিয়োগফল X ১০০) / অনুপাতের প্রথম সংখ্যা 
উদাহারাণঃ
) মাসুদের আয় ব্যয় এর অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
শতকরা মূল্য হার = (২০-১৫) X ১০০ / ২০
                    = ২৫%



এই লেকচারটির পিডিএফ ডাউনলোড করুন নিচের লিংকেঃ 

৫টি মন্তব্য:

  1. আপনার প্রচেষ্টা অনেক সুন্দর।আগামিতে আরও সুন্দর সুন্দর post করবেন আশা করি।

    উত্তরমুছুন
  2. আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্লগটি আরও সমৃদ্ধ করুন।

    উত্তরমুছুন
  3. ভালো লাগলো বীজগণিত সম্বন্ধে শর্টকার্ট কিছু দিলে খুবই ভালো হয়।

    উত্তরমুছুন